Home / Head Teacher's Message

মোঃ হাফিজুর রহমান

সুপারিনটেনডেন্ট

বাহুকা কারিগরি উচ্চ বিদ্যালয়

একটি সভ্য জাতি বিনির্মানে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার রস ও মাধুর্য নিয়ে প্রতিটি মানুষ যখন নিজেকে সঠিক কাজে উৎসর্গ করে তখন জাতির কল্যাণ নিশ্চিত হয়। আবার শিক্ষালাভের মধ্য দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সে সত্য আবিষ্কার করেতে সক্ষম হয়। বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবধর্মী ও হাতেকলমে শিক্ষাই হলো কারিগরি শিক্ষা। যে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি, শিল্প, কৃষি ও কলকারখানার যন্ত্রপাতি ব্যবহারের জন্য আধুনিক ও বিজ্ঞান সম্মতভাবে প্রশিক্ষণ দেয়া হয়। বর্তমান ৪র্থ শিল্প বিপ্লবের যুগে আমাদের দেশে কারিগরি শিক্ষার গুরুত্ব এতটাই বেশি যে শতভাগ কর্মসংস্থানই তার প্রমাণ। কারিগরি শিক্ষা নানাভাবে শিক্ষার্থীকে কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তোলে। কারিগরি শিক্ষার প্রয়োজনীয় ও পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে আমাদের দেশের জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরের মাধ্যমেই কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিহিত। প্রশিক্ষিত মানবসম্পদের জোগান দেয়াই হলো কর্মমুখী ও কারিগরি শিক্ষার মূল লক্ষ্য। সর্বোপরি কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমেই আমাদের দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতি সম্ভব। অত্র বিদ্যালয় টি শুরু থেকেই শিক্ষার গুনগত মানকে সমুন্নত করে আসছে। দক্ষ গভর্নিংবডির প্রত্যক্ষ তত্ত্বাবধানে অভিজ্ঞ, সৃজনশীল, উদ্যমী ও ত্যাগী শিক্ষক-শিক্ষিকার পরিচর্যায় তৈরি হচ্ছে অসীম জ্ঞানের এক নিকুঞ্জ। আর তা থেকে বেড়িয়ে আসছে এক আত্মবিশ্বাসী জাতি। ভর্তি প্রক্রিয়া, ফলাফল তৈরী ও প্রকাশ, বিশেষ করে শ্রেণী কক্ষে পাঠদানে রয়েছে অত্যাধুনিক ও ডিজিটাল পদ্ধতি। আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইট টি সকল শিক্ষার্থী, অভিভাবক ও সাধারন মানুষের জন্য রয়েছে উন্মুক্ত। আধুনিক প্রযুক্তিনির্ভর ঐতিহ্যবাহী এই স্কুলের সাথে সংশ্লিষ্ট সকলের সুন্দর জীবন কামনা করছি।